CONFERENCE DETAILS

BENGALI

২য় এন.এ.ওয়াই.সি: তারিখটি নথিভুক্ত করে রাখুন!!

হোপ বিলিভার্স (ব্রেদরেন) অ্যাসেম্বলি, ভোপাল এর পক্ষ থেকে উষ্ণ খ্রীষ্টীয় শুভেচ্ছা।

ঈশ্বরের ইচ্ছা হলে, আমরা আগামী ২০২৫ সালে ২য় জাতীয় মান্ডলিক যুব সম্মেলন আয়োজনের আকাঙ্ক্ষী।

দয়া করে নিন্মক্ত তারিখ সকল স্মরণে রাখুন 🙏🏼

১-২-৩ অক্টোবর ২০২৫

২০১৫ সালে, আমরা ভোপালে প্রথম জাতীয় মান্ডলিক যুব সম্মেলন এর (এন.এ.ওয়াই.সি) আয়োজন করেছিলাম। ভারতের ২২টি রাজ্য থেকে ৬০০ এর অধিক যুবক যুবতী প্রথম এন.এ.ওয়াই.সি-তে অংশগ্রহণ করেছিল।

সেই সময় থেকেই আমরা ২য় (এন.এ.ওয়াই.সি) অনুষ্ঠিত করবার জন্য প্রার্থনা করছিলাম এবং ঈশ্বরের ইচ্ছানুযায়ী আমরা আসন্ন বুধবার, ১লা অক্টোবর - শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ এই সময়ে দ্বিতীয় জাতীয় মান্ডলিক যুব সম্মেলন অনুষ্ঠিত করতে উন্মুখ।

দ্বিতীয় এন.এ.ওয়াই.সি ২০২৫ এর জন্য আমরা ঈশ্বরের উপর ভরসা রেখে অপেক্ষা করছি, প্রার্থনায় আমাদের সঙ্গে সহযোগিতা করুন।

তাঁর মহিমান্বিত পরিচর্য্যায়

প্রাচীন বৃন্দ

হোপ বিলিভার্স (ব্রেদরেন) অ্যাসেম্বলি,

ভোপাল, এম.পি।